ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ সরকারের সম্মাননা পেলেন ফিরোজা বেগম

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
পশ্চিমবঙ্গ সরকারের সম্মাননা পেলেন ফিরোজা বেগম

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের মহাসঙ্গীত সম্মাননা পেলেন উপমহাদেশের কিংবদন্তি নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম।

বৃহস্পতিবার কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে গানমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এই সম্মননা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



এদিন নেতাজী ইরডোর স্টেডিয়ামে গানমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত সম্মানে ভূষিত হলেন ১০ জন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। পাশাপাশি মহাসঙ্গীত সম্মান দেওয়া হয় প্রখ্যাত আটজন সঙ্গীত শিল্পীকে।

সঙ্গীত মেলা ২০১২-র উদ্বোধনে এসে এপার বাংলা ওপার বাংলাকে একই সূত্রে বাঁধলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল পাহাড়ি সুরের হাতছানিও। দার্জিলিংয়ের শিশু শিল্পীদের কয়্যার সঙ্গীতে বৃহস্পতিবার ভিন্ন মাত্রা পায় কবিগুরুর গান।

আর এরপরেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচনা সঙ্গীত মেলার। সন্ধ্যায় নেতাজী ইনডোর স্টেডিয়ামে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা। পরে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এবছরই প্রথম সঙ্গীত সম্মাননা এবং মহাসঙ্গীত সম্মাননা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। গানমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত সম্মাননায় ভূষিত হলেন উস্তাদ রশিদ খান, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, বনশ্রী সেনগুপ্ত, নির্মলা মিশ্রর মতো ১০ জন বিশিষ্ট সংগীত শিল্পী। সম্মানিত শিল্পীদের মধ্যে ছিলেন দার্জিলিংয়ের কুমার সুব্বাও।

মহাসঙ্গীত সম্মাননা পেলেন ফিরোজা বেগম, গিরিজাদেবী, সন্ধ্যা মুখোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, দ্বিজেন মুখোপাধ্যায়, অমর পাল, সুবীর সেন, সুমিত্রা সেনের মতো আটজন শিল্পী।

পাশাপাশি রাজ্য সরকারের তরফে সুবীর সেনের জন্য ১০ হাজার টাকা মাসিক পেনশনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার উদ্বোধনের পর ১৩ এপ্রিল রাতভর শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবীন্দ্রসদনে।

১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, দেশপ্রিয় পার্ক প্রভৃতি জায়গায় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
আরডি
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।