আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষা বছর থেকে শুরু হতে যাচ্ছে আরও ১০টি নতুন বিষয়। এ খবর জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা।
তিনি জানান, আগস্ট মাস থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে নতুন শিক্ষা বছর। ওই শিক্ষা বছরে আরও নতুন ১০টি বিষয়ে পড়াশুনা করার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা।
১০টি বিষয়ের মধ্যে রয়েছে, মনোবিদ্যা, বন, পরিসংখ্যান বিদ্যা, মলিকুলার বায়োলজি, অনুজীববিদ্যা’র মতো বর্তমান সময়ে জনপ্রিয় বিষয়গুলো।
অধ্যাপক অরুণোদয় সাহা বলেন, ‘এই শিক্ষা বছর থেকেই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে শুরু হচ্ছে সেমিস্টার প্রথা।
আপাতত বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হবেন তারাই সেমিস্টার প্রথাতে পরীক্ষা দেবেন। আগামী বছর থেকে অন্য বিষয়গুলোতেই চালু হবে সেমিস্টার প্রথা। ’
উল্লেখ্য, ২ বছর আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্যের কলেজগুলোতে সেমিস্টার প্রথা চালু করার উদ্যোগ নেয়। কিন্তু কলেজগুলো বেঁকে বসে।
মূলত সে সময় কলেজগুলোর অসহযোগিতার কারণেই চালু করা যায়নি সেমিস্টার প্রথা।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর