আগরতলা (ত্রিপুরা): ঐক্যের বর্ণচ্ছটায় রাজ্যে শুরু হলো বর্ষ বিদায় এবং বর্ষ বরণের অনুষ্ঠান।
সারা রাজ্যের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
ত্রিপুরায় রয়েছে বহু সম্প্রদায়ের মানুষ। কিন্তু একেক সম্প্রদায়ের কাছে বর্ষ বিদায় এবং বর্ষ বরণের অনুষ্ঠান পালিত হয় একেক নামে। অনুষ্ঠানের আচার-আয়োজনও একটি অন্যটির চেয়ে আলাদা।
কিন্তু বাঙালির নব বর্ষের অনুষ্ঠান আর উপজাতিদের গড়িয়া, চাকমা সম্প্রদায়ের বিজু, অহমীয়া সম্প্রদায়ের বিহু এবং বইসু সব মিলেমিশে একাকার।
সম্প্রীতির সুর বাজছে ত্রিপুরার বাতাসে। এক সম্প্রদায়ের মানুষ মিলছেন অন্য সম্প্রদায়ের উৎসবে।
রাজ্যপাল ডি ওয়াই পাতিল এবং মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন নতুন বর্ষের সূচনা লগ্নে।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
তন্ময়
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর