আগরতলা (ত্রিপুরা): রাজ্যের অন্যতম বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল হলিক্রস’কে শোকজ নোটিস দিল রাজ্য সরকার।
কেন্দ্রীয় শিক্ষার অধিকার আইন অনুসারে প্রতিটি বেসরকারি স্কুলকে রাজ্য সরকারের কাছ থেকে স্বীকৃতি নিতে হবে।
শোকজ নোটিসে বলা হয়েছে, শিক্ষা দফতরকে অবিলম্বে বিদ্যালয় যেন তারা তাদের বক্তব্য জানায়। এর আগেও এই স্কুলটির বিরুদ্ধে সরকারি বিধি নিষেধ লঙ্ঘন করার অভিযোগ ছিল। তাদের বর্তমান মনোভাবের কারণে কিছুটা অসন্তুষ্ট রাজ্য সরকার।
এই স্কুলটি রাজ্যে অন্যতম বড় বেসরকারি স্কুল। তাদের ছাত্রছাত্রী সংখ্যা কয়েক হাজারের বেশি।
আর্থিক দিক থেকে দূর্বল ছাত্রছাত্রীদের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ শতাংশ আসন সংরক্ষিত রাখতে হবে বলে বৃহস্পতিবার রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।
তিনি বলেছেন, এই রায় কার্যকর হলে গরীব ছেলে মেয়েরাও বেসরকারি নামীদামী স্কুলে পড়ার সুযোগ পাবে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর