ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার কার্টুন ফেসবুকে, গ্রেফতার অধ্যাপক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
মমতার কার্টুন ফেসবুকে, গ্রেফতার অধ্যাপক

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপককে সোস্যাল নেটওয়ার্ক ফেসবুকে সরকার বিরোধী কার্টুন ইমেলে পাঠানোর জন্য গ্রেফতার হলেন। ওই রসায়নের অধ্যাপকের নাম অম্বিকেশ মহাপাত্র।



শুক্রবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। ৪টি ধারায় মামলা করা হয় তার বিরুদ্ধে। আইপিসি ৫০০ (মানহানির মামলা), ৫০৯ (গালাগালি করা), ১১৪ (মহিলাকে অপদস্ত করা) ও ৬৬(এ,বি) (সাইবার অপরাধ), ধারা অনুযায়ী মামলা করা হয়।

এই ঘটনায় অধ্যাপকের প্রতিবেশি সুব্রত সেনগুপ্তকেও গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক অধ্যাপক ও সুব্রত সেনগুপ্তকে ব্যক্তিগত ৫০০ রুপি বন্ডে জামিন দেন।

জানা গেছে, বৃহস্পতিবার বাড়িতে ফেরার সময় কয়েকজন দুষ্কৃতিকারী তাকে মারধোর করে। তারা নিজেদের তৃণমূল কংগ্রেস সমর্থক বলে পরিচয় দেয়।

পরে পূর্ব যাদবপুর থানার পুলিশ তাকে সরকার বিরোধী কার্টুন ইমেল করার জন্য গ্রেফতার করেন। এটি সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘সোনার কেল্লার’ একটি কথোপকথন থেকে নেওয়া হয়েছে।

অম্বিকেশবাবুর বিরুদ্ধে অভিযোগ তিনি রেলমন্ত্রী মুকুল রায়, সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি বিরুদ্ধে সোস্যাল নেটওয়ার্ক সরকার বিরোধী কার্টুন ইমেলে করেছেন।

তিনি সেই ছবি তার পরিচিত ৬৫ জনকে পাঠিয়েছেন। এছাড়া তিনি নিউগড়িয়ার যে হাউজিং’র  কো-অপারেটিভ-এ থাকেন তার দুটি হাউজিং বিল বকেয়া আছে বলে পুলিশ অভিযোগ করেছে।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অধ্যাপকদের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে।

যাদবপুরের অধ্যাপক কংগ্রেসের নেতা ওম প্রকাশ জানান, ‘অম্বিকেশ মহাপাত্র তার সহকর্মী। এই ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক। রাজ্যে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। ’

জুটার সাবেক সম্পাদক পার্থপ্রতিম বিশ্বাস বলেন ‘মানুষের মতপ্রকাশের ওপরে এ ধরনের আঘাত আসা উচিত নয়। ’

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।