কলকাতা: শিল্পায়ন ও উন্নয়নকে হাতিয়ার করেই মমতার সরকার এগোতে চাইছে৷ বৃহৎ শিল্পের পাশাপাশি সমান গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পকেও ৷ শুক্রবার দুর্গাপুর ও বাঁকুড়ার বড়জোড়ায় এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷
ক্ষুদ্র, কুটির শিল্পের বিকাশে, প্রথম পর্যায়ে, দুর্গাপুরের পাশাপাশি, বিধাননগর, শান্তিনিকেতন ও শিলিগুড়িতে, গ্রামীণ হাট তৈরি করা হবে বলেও এদিন ঘোষণা দিলেন তিনি৷
দুর্গাপুরে, পলাশডিহায়, দুর্গাপুর হাটের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বেকার যুবক-যুবতীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র সরকারি চাকরির অপেক্ষায় না থেকে, ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এ কাজে সরকার তাঁদের সব রকম সহযোগিতা করবে৷
তিনি বলেন, ক্ষুদ্র, কুটির শিল্পের বিকাশে, প্রথম পর্যায়ে, দুর্গাপুরের পাশাপাশি, বিধাননগর, শান্তিনিকেতন ও শিলিগুড়িতে, গ্রামীণ হাট তৈরি করা হবে।
এদিন, বাঁকুড়ায় বড়জোড়ায়, ট্রান্স দামোদর খোলামুখ কয়ালখনির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, এই কয়লাখনি থেকে বছরে ১০ লাখ টন কয়লা উৎপাদন হবে। বছরে, রাজস্ব আদায় হবে ৫৬ কোটি রুপি।
এই প্রকল্পের হাত ধরে কর্মসংস্থানের পাশাপাশি, আর্থিক সমৃদ্ধিও আসবে বলে এদিন জানান শিল্পমন্ত্রী ৷
বড়জোড়ার এই মঞ্চ থেকে পুরুলিয়া-ভেল্লুপুরম সাপ্তাহিক এক্সপ্রেসেরও উদ্বোধন করেন ভারতের রেলমন্ত্রী মুকুল রায়। বাঁকুড়া হয়ে ট্রেনটি যাতায়াত করবে।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২
আরডি
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর