আগরতলা (ত্রিপুরা) : গত কয়েকদিনের ঝড় ও বৃষ্টিতে রাজ্যের বহু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুধু বিদ্যুতের ক্ষতির পরিমাণ এক কোটি নয় লক্ষ টাকা।
তবে তিনি বলেছেন, ‘বৃষ্টি হওয়াতে রাজ্যে লোডশেডিং’এর পরিমাণ কমেছে। কারণ, জল স্তর বেড়েছে নদীগুলিতে। যার কারণে জলবিদ্যুৎ কেন্দ্রগুলি ফের কাজ করতে শুরু করেছে।
মঝে জলের অভাবে জল বিদ্যুৎ উৎপাদন একদম বন্ধ হয়ে যায়।
তবে ঝড়ে বিদ্যুতের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কবে নাগাদ সারিয়ে তোলা যাবে সে ব্যাপারে কিছু জানাতে পারেন নি সিএমডি।
তিনি বলেছেন, ‘সারানোর কাজ চলছে। ’
তিনি জানান, বহু জায়গায় বিদ্যুতের খুঁটি, ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে।
এদিকে গত কয়েক দিনের ঝড়ে রাজ্যে ৮ জন মারা গেছেন বজ্রপাতে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর