আগরতলা (ত্রিপুরা) : আনন্দ আর হর্ষ উল্লাসের মধ্য দিয়ে ত্রিপুরার মানুষ শনিবার স্বাগত জানলো নববর্ষকে। গোটা রাজ্যে হলো নানা অনুষ্ঠান।
শহর আগরতলার বিভিন্ন জায়গায় আয়োজন হলো বর্ষবরণ অনুষ্ঠান। বিকাল থেকে এসব অনুষ্ঠানে মানুষের ভিড় জমে ওঠে।
রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এসব অনুষ্ঠানের উদ্যোক্তা। রাজ্যের শিল্পীদের পাশাপাশি এসব অনুষ্ঠানে গান গাইলেন বাংলাদেশ ও কলকাতার শিল্পীরা।
নতুন বর্ষকে স্বাগত জানিয়ে রাজ্যের অনেক জায়গায় এদিন সকালে হয়েছে প্রভাতফেরী।
ছোট বড় সব দোকানেই সকালে ছিল চরম ব্যস্ততা। নতুন বছরে হাল খাতার জাত্রা করাতে দোকান মালিক ও কর্মচারীরা ছিল তৎপর।
সকালে প্রচণ্ড ভিড় ছিল রাজধানীর প্রতিটি বাজারে। অনেক জায়গাতেই মানুষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দোকানীরাও জিনিস পত্রের দাম হেঁকেছেন নিজেদের ইচ্ছামত।
তবে সকাল নয়টার পর শহরের প্রায় সব কটি মিষ্টির দোকানই ছিল কার্যত শূন্য। এর আগেই প্রায় ফাঁকা হয়ে যায় মিষ্টির দোকান। খুব সকাল থেকেই মিষ্টির দোকানগুলিতে মানুষকে লাইন দিয়ে মিষ্টি কিনতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর