ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হেপাটাইটিস বি মুক্ত আগরতলা গড়তে কর্মসূচি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  হেপাটাইটিস বি মুক্ত আগরতলা গড়তে ১৫ এপ্রিল হেপাটাইটিস বি টিকাকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে এই ব্যাপক টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।



রাজ্যের হেপাটাইটিস বি ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা গত কয়েক বছর ধরেই ত্রিপুরায় এই টিকাকরণ অভিযান চালিয়ে আসছে।

এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে রাজ্য সরকারও। হেপাটাইটিস বি ফাউন্ডেশন এবং রাজ্য সরকার স্লোগান দিয়েছে হেপাটাইটিস মুক্ত আগরতলা গড়ে তোলার জন্য।

সে লক্ষ্যেই ১৫ এপ্রিল রাজধানী আগরতলার ৮২টি জায়গায় হেপাটাইটিস টিকা দেওয়অ হবে।

বেসরকারি সংস্থার সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ জানিয়েছেন, রাজধানীতে এই টিকা দেওয়া হবে ভর্তুকিতে। বাজারে একটি টিকা নিতে যা খরচ হয়, তার চেয়ে অনেক কম খরচে তাদের এই সংস্থা টিকা দেবে সাধারণ মানুষকে। রাজ্য সরকার এ কর্মসূচিতে স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং পরিকাঠামো দিয়ে সাহায্য করছে।

দিবাকর দেবনাথ জানিয়েছেন, বিশ্বের এক শতাংশ মানুষ হেপাটাইটিস বি রোগে ভুগছে।

বাংলাদেশ সময় : ০১২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।