কলকাতা : ফেসবুকে মমতা ব্যানার্জির কার্টুন দেওয়ার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মারধোরে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
এরা হলেন- অমিত সর্দার, অরূপ মুখার্জি, শেখ মুস্তাফা ও নিশিকান্ত ঘড়াই।
শনিবার এদের গ্রেফতার করা হয়।
এদিনই তাদের আলিপুর আদালতে তোলা হলে ৫০০ রুপি ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়।
এদের মধ্যে অমিত সর্দার অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে অভিযোগ আনেন। এ অভিযোগের ভিত্তিতে অম্বিকেশকে পুলিশ গ্রেফতার করে। অমিত সর্দার চকগড়িয়ায় থাকেন।
অন্যদিকে, তৃণমূল আঞ্চলিক কমিটির নেতা অরূপ মুখার্জি অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে দিয়ে জোর করিয়ে মুচলেকা লেখান।
উল্লেখ্য, গত শুক্রবার অধ্যাপক অম্বিকেশ যাদবপুর থানায় তাকে মারধোরের জন্য পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এদের গ্রেফতার করেন।
অধ্যাপক অম্বিকেশ ও তার প্রতিবেশি সুব্রত সেনগুপ্তকে বৃহস্পতিবার রাত ১০টায় পুলিশ গ্রেফতার করে।
অধ্যাপকের বিরুদ্ধে ৪টি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে তিনি জামিনে মুক্তি পান।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২
আরডি
সম্পাদনা: কাজল কেয়া ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুমস এডিটর