ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ১ শতাংশ বাড়িতে ইন্টারনেট সুবিধা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ত্রিপুরা রাজ্যের মাত্র এক শতাংশ বাড়িতে ইন্টারনেট সংযোগ রয়েছে। আর সারা দেশে ইন্টারনেট সংযোগ রয়েছে ৩ দশমিক ১ শতাংশ বাড়িতে।



সম্প্রতি ভারতে গৃহগণনার কাজ শেষ হয়েছে। তাতেই বের হয়ে এসেছে এ তথ্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে এ গণনার কাজ হয়।

সমীক্ষায় দেখা গেছে, ত্রিপুরায় ১০ লাখ ২৪ হাজার ৯০৩টি বাড়ি রয়েছে। এর মধ্যে ৭ দশমিক ৪ শতাংশ বাড়িতে রয়েছে কম্পিউটার বা ল্যাপটপ। যেখানে ভারতে ৯ দশমিক ৪ শতাংশ বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে।

ত্রিপুরায় ৪৮ দশমিক ১ শতাংশ বাড়িতে রয়েছে টেলিফোন বা মোবাইল। রাজ্যের শহরে এ গড় ৭২ দশমিক ৮ এবং গ্রামে ৩৮ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে ভারতে গড়ে ৬৩ দশমিক ২ শতাংশ বাড়িতে রয়েছে টেলি যোগাযোগ ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

তন্ময়
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।