আগরতলা (ত্রিপুরা) : রোববার সন্ধ্যায় আধ ঘণ্টার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের টেলি যোগাযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।
রবিবার সন্ধ্যায় রাজ্যের প্রায় সব প্রান্তেই প্রচণ্ড বেগে ঝড়ের বৃষ্টি হয়। এতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৭০টির মতো টেলিফোন টাওয়ার ভেঙে পড়ে।
এ খবর জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত্ব টেলি যোগাযোগ সংস্থা বিএসএনএল’র কর্মকর্তা কমল চক্রবর্তী।
তিনি জানান, রাজ্যে ৩৬৪টি টাওয়ার রয়েছে। যার মধ্য দিয়ে মোবাইল যোগাযোগ চলে। এর মধ্যে ৭০টি ভেঙে পড়েছে ঝড়ে। আরও বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় গাছ পড়ে ছিড়ে গেছে টেলিফোনের তারও। যার কারণে অনেক জায়গায় বিপর্যস্ত হয়ে পড়েছে টেলি যোগাযোগ ব্যবস্থা।
সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।
চেষ্টা চলছে পরিষেবা স্বাভাবিক করার জন্য। কিন্তু কতো দিনের মধ্যে এ ক্ষতি সারিয়ে তোলা যাবে সে সম্পর্কে কমল চক্রবর্তী স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর