আগরতলা (ত্রিপুরা) : একসঙ্গে ২১ হাজার মানুষ নিলেন হেপাটাইটিসের টীকা। রোববার গোটা আগরতলা জুড়ে ব্যাপক টিকাদান অভিযান চালানো হয়।
এর মূল উদ্দেশ্য হেপাটাইটিস বি মুক্ত আগরতলা গড়া।
হেপাটাইটিস বি ফাউন্ডেশন অব ত্রিপুরার সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ সোমবার জানান, ১৫ এপ্রিল রাজধানীর ৮২টি জায়গায় ২১ হাজার মানুষ হেপাটাইটিস বি এর প্রতিষেধক টিকা নেন।
সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে এই ব্যাপক টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
রাজ্যের হেপাটাইটিস বি ফাউন্ডেশন অব ত্রিপুরা নামের একটি বেসরকারি সংস্থা গত কয়েক বছর ধরেই ত্রিপুরায় এই টিকাদান অভিযান চালিয়ে আসছে।
এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছিল রাজ্য সরকারও। হেপাটাইটিস বি ফাউন্ডেশন এবং রাজ্য সরকার শ্লোগান দিয়েছে, হেপাটাইটিসমুক্ত আগরতলা গড়ে তোলার জন্য।
সে লক্ষ্যেই ১৫ এপ্রিল রাজধানী আগরতলার ৮২টি জায়গায় হয় হেপাটাইটিস টিকাদান কার্যক্রম।
বেসরকারি সংস্থাটির সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ জানিয়েছেন, রাজধানীতে এই টিকা দেওয়া হয় ভর্তুকিতে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর