ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নোনাডাঙায় বস্তি উচ্ছেদ: গ্রেফতার বিজ্ঞানীর মুক্তির দাবি চমস্কির

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২

কলকাতা: নোনাডাঙা বস্তির উচ্ছেদকাণ্ডে গ্রেফতার হওয়া বিজ্ঞানী পার্থ সারথি রায়ের মুক্তির দাবি জানালেন বিনির্মান তত্তের জনক নম চমস্কি।

মলিকুলার বায়োলজির গবেষক পার্থ বস্তিবাসীর উচ্ছেদের প্রতিবাদে মিছিলে সামিল হন।

তার মুক্তির দাবিতে আন্তর্জাতিক ব্যক্তিত্বরা প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অনুরোধ জানিয়েছে।

নম চমস্কি ছাড়া ন্যাশনাল অ্যাডভাইসারি কাউন্সিলের মেম্বার অরুনা রায়সহ ১২ জন বিজ্ঞানী এই আবেদন জানিয়েছে। ৮ই এপ্রিল ৬৮জন প্রতিবাদকারীর সঙ্গে পার্থকেও গ্রেফতারা করে পুলিশ।

গ্রেফতার হওয়া মানুষের মধ্যে ৯ বছরের একটি শিশু ও নারীরাও রয়েছেন। এই ঘটনায় ৬ জনকে জেল হেফাজত দেওয়া হয়েছে। ১ জনকে সিআইডি হেফাজত দেওয়া হয়েছে।

ওই ১২জন চিঠিতে জানায়, পশ্চিমবঙ্গে বস্তিবাসীদের পুনর্বাসন না দিয়ে তাদের উচ্ছেদ করা হয়। সরকার পুলিশকে ব্যবহার করে উচ্ছেদ করে। তার বিরুদ্ধে বুদ্ধিজীবীরা সরব হলে তাদের গ্রেফতার করা হয়।

পার্থ সারথি রায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর সব ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেগুলি হল ৩৫৩, ৩৩২, ১৪১, ১৪৩ ও ১৪৯ আইপিসির ধারা। পার্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এডুকেশন, সাইন্স অ্যান্ড রিসার্চ কলকাতা শাখার ফ্যাকালটি মেম্বার।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
আরডি/ সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।