আগরতলা (ত্রিপুরা) : হিমঘর থেকে ছড়িয়ে পড়েছে অ্যামোনিয়া গ্যাস। ঘটনাটি বুধবার দুপুরে ত্রিপুরার রাজধানী আগরতলায়।
শহরের উত্তরপ্রান্তে ভুতুরিয়ে এলাকায় একটি হিমঘর রয়েছে। সেখানে মূলত সব্জি রাখা হয়। হিমঘরকে ঠাণ্ডা রাখতে ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাস।
বুধবার দুপুরে ওই হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। আশেপাশের মানুষ মারাত্মক ওই গ্যাসের প্রভাবে অসুস্থ বোধ করেন।
প্রথমে আসে পুলিশ। পরে আনা হয় দমকল কর্মীদের।
কিন্তু দমকল কর্মীরা এলেও তাদের কাছে প্রথম দিকে এ গ্যাস লিক মোকাবিলা করার মতো ব্যবস্থা ছিল না। পরে গ্যাসমাস্ক আনা হয়।
বহু চেষ্টার পর গ্যাস লিক বন্ধ করতে সমর্থ হন দমকল কর্মীরা।
এ ঘটনায় শহরের ওই প্রান্তে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে গেছেন স্বাস্থ্যকর্মীরাও। আশেপাশের মানুষের স্বাস্থ্য পরীক্ষা করছেন তারা।
বাংলাদেশ সময় : ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর