ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমকে সামাজিক বয়কটের ডাক রাজ্যের খাদ্যমন্ত্রীর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

কলকাতা : উত্তর ২৪ পরগণার তৃণমুলের দলীয় সভায় রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সিপিএমকে সামাজিক বয়কটের ডাক দিলেন।

তিনি বলেন, সিপিএমের কোনো অনুষ্ঠানে যাবেন না।

যদি যান তবে দুর্বল হয়ে পড়বেন প্রতিশোধ নিতে পারবেন না।

রোববার দলীয় কর্মীদের হুশিয়ার করে খাদ্যমন্ত্রী বলেন, ২৭ বছর নিজের বাড়িতে ঢুকতে পারিনি সিপিএমের কর্মীদের অত্যাচারে।

তিনি আরো বলেন, রাজ্যে ক্ষমতায় এসে আমরা কিছুই করিনি। সিপিএমের কর্মীদের ঘৃণা করতে শিখুন।

এরই প্রতিবাদে বুধবার সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পরিচয় রাজনৈতিক সৌহাদ্য বজায় রাখা। সেটাও নষ্ট হয়ে যেতে বসেছে। বাংলার সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে।

এদিন তিনি বলেন, ‘প্রতিশোধ’ বলতে কি বোঝাতে চাইছেন জ্যোতিপ্রিয়বাবু? রাজনৈতিক বদলা? না,  রাজনৈতিক সংঘর্ষ?

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

আরডি
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান ও আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।