কলকাতা: একদা পায়ে-পা মিলিয়ে চলার সঙ্গী মমতা ব্যানার্জিকে কবির সুমন পরামর্শ দিয়ে লিখেছেন, ‘আয়নায় মুখ দেখো, একটু হাসতে শেখ স্বাভাবিক হাসি/খোঁচা খাওয়া হাসি নয়, তাতে সন্দেহ হয়, বুঝি দেবে ফাঁসি। ’
নিজের ওয়েবসাইটে এমনই গান লিখেছেন কবির সুমন।
রাজ্য সরকারের বর্তমান বিভিন্ন পদক্ষেপে ক্ষিপ্ত এই শিল্পী বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছেন। যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের ফেসবুকে ব্যাঙ্গচিত্র ইমেল করার জন্য যে হেনস্থা হয়েছেন, তার প্রতিবাদ করতেই সুমনের এই গান। এই গানের শেষ লাইনগুলি খুব তাৎপর্যপূর্ণ- ‘আমারও আসবে দিন, আপাতত হু চি মিন, হাসিটা শানাই। ’
কখনও ছত্রধর মাহাতোকে নিয়ে কবির সুমন গান বেঁধেছেন, কখনও কিষেণজিকে সেলাম ঠুকেছেন।
গানে সুমন লিখেছেন, ‘হাসি নিয়ে থাকো/ হাসি মুখে থাকো— শান দাও হাসিতে/বারাণসী কাশিতে কলকাতাতেও/বঙ্গ রঙ্গ হোক সব লোক হেসে নিক যন্ত্রনাতেও’।
‘হাসি হোক মুখে ভাত ... হাসিতেই ধারাপাত চার এক্কে চার/ অবোধ শিশুও জানে ছোট্ট হাসির মানে/কোন হাসি কার/হাসিতে খরচ নেই/হাসি তো এমনিতেই/মুখে এসে যায়/ দাঁড়াও না নেতামনি/হাসির পরশমণি আছে আয়নায়/আয়নায় মুখ দেখো/একটু হাসতে শেখো স্বাভাবিক হাসি/ খোঁচা দেওয়া হাসি নয়/তাতে সন্দেহ হয় বুঝি দেবে ফাঁসি। ’
আমি আছি ফেসবুকে/হাসি নিয়ে আছি সুখে/হাসি নিয়ে গাই/আমারও আসবে দিন/আপাতত হো চি মিন হাসিটা শানাই। ’
কয়েকদিন আগেই নোনাডাঙায় বস্তিবাসীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ সমালোচনা করে গান লিখেছিলেন সুমন। তার আগে পুলিশ অফিসার দয়মন্তী সেনের বদলি নিয়েও গান বেঁধেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর