কলকাতা : কলকাতাসহ রাজ্যের সর্বত্র ব্যাপক গরম পড়েছে। রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা বুধবার ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
রাজ্যের জেলায় এদিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জেলাগুলো হল বাঁকুড়া, বীরভূম পুরুলিয়া, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর। বাঁকুড়ার তাপমাত্রা এদিন ৪২ ডিগ্রির কাছাকাছি।
স্কুল, কলেজ, অফিস, আদালতে শহরবাসী হাঁসফাঁস করছে। কোথাও স্বস্তি নেই। পড়াশুনা-কাজ লাটে ওঠার জোগাড়।
আশার কথা শোনা গেছে উপকূলবর্তী এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে এই বৃষ্টি হতে পারে বলে আলিপুর অফিস থেকে জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
আরডি/সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর