ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘সাব্রুমের দিকে দু’দেশের সীমান্ত সমীক্ষার কাজ শেষ’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : বুধবার শেষ হয়েছে সাব্রুম দিয়ে সীমান্ত পিলার ঠিক করার কাজ।

গত দু’দিন ধরে বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরার ভূমি ও জরিপ দপ্তরের আধিকারিকরা সীমান্ত সমস্যা সমাধানে দু দেশের মাঝে সীমানা পরীক্ষা করে দেখছিলেন।

 

বাংলাদেশের ভূমি ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মান্নান বলেছেন, কাজ হয়েছে খুব ভালভাবেই। সমগ্র ব্যাপারটিই ছিল সন্তোষজনক।

গত দু’দিনে সাব্রুম মহকুমা এলাকার ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকা দু’দেশের প্রতিনিধিরা ঘুরে দেখেন। তাদের পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে ছিল আমলিঘাট, ছোটখিল, শ্রীনগর, বৈষ্ণবপুর। এসব স্থান নিয়ে দু’দেশের মধ্যে কিছু সমস্যা রয়েছে।

আব্দুল মান্নান বলেছেন, দু’দেশের প্রতিনিধি দলের সমীক্ষায় যেসব এলাকা সীমান্ত বলে চিহ্নিত হয়েছে, সেখানেই দু’দেশের সীমান্ত পিলার বসানো হবে। এ ব্যাপারে দু’দেশের প্রতিনিধিরা রাজিও হয়েছেন।

গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে যান। তখন দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার আলোচনায় সিদ্ধান্ত হয়, সীমান্ত নিয়ে যেসব সমস্যা রয়েছে তা যৌথ সমীক্ষক দল সফর করে ঠিক করে নেবেন। এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধি দলটি ত্রিপুরায় আসেন।

পরসঙ্গত ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত নিয়ে যেসব সমস্যা রয়েছে তা সমাধানের জন্য বাংলাদেশের ভূমি ও জরিপ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল গত সোমবার রাজ্যে এসেছেন।

সোমবার সকালে সাব্রুমের রামগড় চেক পোস্ট দিয়ে রাজ্যে আসেন ৬ জনের প্রতিনিধি দলটি।

দলটির নেতৃত্বে রয়েছেন, বাংলাদেশের ভূমি ও জরিপ দপ্তরের ডিজি আব্দুল মান্নান।
রামগড় সীমান্তে তাদের স্বাগত জানান, রাজ্যের ভূমি ও রাজস্ব দপ্তরের ডাইরেক্টর এন বিসোয়াল।
সাব্রুমের ফেনী নদীকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে সীমান্ত নিয়ে কিছুটা সমস্যা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরু এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।