আগরতলা (ত্রিপুরা): দু’বছর চাকরীর মেয়াদ বাড়ল আধা সরকারি প্রতিষ্ঠান কর্মীদের। চাররী থেকে অবসররে বয়স সীমা ৫৮ থেকে বাড়িয়ে ৬০ বছর করেছে রাজ্য।
রাজ্য সরকারের সিদ্ধান্তের এই ঘোষণা দেন শিল্পমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী।
তিনি জানান, ১ এপ্রিল ২০১২ থেকে নতুন এই সিদ্ধান্ত র্কাযকর হবে।
এর আগে রাজ্য সরকারি র্কমচারীদের অবসরের বয়স সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। গত ফেব্রুয়ারি মাসে সরকারি র্কমচারীদের চাকরীর সময়-সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবার আধা সরকারি সংস্থায় বা স্বায়ত্বশাসিত সংস্থায় যারা কাজ করেন তাদের চাকরীর বয়স সীমা বাড়াল রাজ্য সরকার।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি বিভিন্ন আধা সরকারি সংস্থা এবং স্বায়ত্বশাসিত সংস্থায় যারা কাজ করেন সেই সব শ্রমিক র্কমচারীরা। দীর্ঘ দিন ধরেই তারা আন্দোলন করছিল চাকরীতে বয়স সীমা বাড়ানোর জন্য।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৯ মার্চ ২০১২
সম্পাদনায়: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর