কলকাতা: পুলিশ ঝাড়গ্রাম থেকে দুই ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে। পুলিশের দাবি কঙ্কাল দু’টো দুইবছর আগে নিখোঁজ হওয়া সিপিএম কর্মীদের।
গ্রেফতার হওয়া মাওবাদী নেতা সুজয় মাহাতোর সহায়তায় ঝাড়গ্রামের নুনিয়ার বাদামতলা থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেরায় মাওবাদী নেতা সুজয় মাহাত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
সুজয় মাহাত পুলিশের কাছে স্বীকার করেন যে, বেশ কয়েকজনকে অপহরণ ও খুন করে বাদামতলায় পুঁতে রাখা হয়েছে। বৃহস্পতিবার সুজয়কে সঙ্গে নিয়ে ঝাড়গ্রামের বাদামতলা যায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় কঙ্কালগুলি। কঙ্কাল ২টি সিপিএম কর্মী মন্টু বারিক ও তপন বারিকের বলে জানা গেছে।
উল্লেখ্য, সুজয় মাহাত ঝাড়গ্রামেরই আর এক মাও-নেতা জয়ন্তের নেতৃত্বাধীন স্কোয়াডের এরিয়া কম্যান্ডার ছিলেন। তার ওপরেই ঝাড়গ্রাম ‘অপরেশন’র দায়িত্ব ছিল বলে সুজয় স্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
আরডি/
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর