ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ট্যাক্সি ধর্মঘটে যাত্রী হয়রানি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

কলকাতা: ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটে নাকাল হলো কলকাতাবাসী৷ রাজ্য সরকারের আশ্বাস সত্ত্বেও এদিন সকাল থেকে কলকাতা বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদা স্টেশনে নেমে হন্যে হয়ে ট্যাক্সির খোঁজ করতে হয়ে যাত্রীদের৷ বিপাকে পড়তে হয়েছে ভিন দেশ থেকে আসা সাধারণ মানুষদের।

ভাড়াবৃদ্ধিসহ বিভিন্ন দাবিদাওয়া না মানলে আগামী মাসে তিন দিনের ধর্মঘটের হুমকি দিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনসহ চারটি সংগঠন৷

এদিকে পরিবহন মন্ত্রী মদন মিত্র জানিয়েছেন, ধর্মঘটে গুণ্ডামি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ ধর্মঘট প্রতিরোধে রাস্তায় নামবে প্রোগ্রেসিভ ট্যাক্সি মেন্স ইউনিয়ন ও ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন৷

যদিও পরিবহন মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও বৃহস্পতিবার সকাল থেকেই শহরজুড়ে যাত্রী হয়রানির ছবি দেখা গেছে৷ হাওড়া ও শিয়ালদা স্টেশন চত্বরে দেখা মেলেনি একটি ট্যাক্সিরও৷ ফলে চরম হয়রানির শিকার হতে হয়েছে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের৷

অন্যদিকে, একই ছবি কলকাতা বিমানবন্দরেও৷ সকাল থেকে একের পর এক বিমান এসে নেমেছে৷ কিন্তু বাইরে বেরিয়ে ট্যাক্সি না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে দূরপাল্লার যাত্রীদের৷ একই ভাবে হয়রান হতে হয়েছে অফিসমুখি মানুষকেও৷

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

আরডি/
সম্পাদনা: রা‍না রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।