ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্কুলছাত্রীকে গণধর্ষণ : তিন যুবকের দশ বছরের কারাদণ্ড

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  এক স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে সাজা হয়েছে তিন যুবকের। শুক্রবার কমলপুর দায়রা আদালতের বিচারক তিন আসামি প্রশান্ত দাস, প্রফুল্ল দেবনাথ এবং কার্ত্তিক সাহাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন।



চার বছর আগের এ ঘটনায় তখন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। গণধর্ষণের পর ওই স্কুল ছাত্রীকে হত্যারও চেষ্টা করে আসামিরা।

ঘটনাটি ২০০৮ সালের। গণ্ডাছড়া স্কুলের এক অনুষ্ঠান সেরে ছাত্রীনিবাসে ফিরছিল নবম শ্রেণীর ওই ছাত্রী। রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যায় তিন যুবক। এর মধ্যে একজন ছিল ওই স্কুলেরই ছাত্র প্রশান্ত দাস।

ধর্ষণ শেষে মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে আসামিরা। কিন্তু এলাকার মানুষ এসে পড়ায় প্রানে বেঁচে যায় মেয়েটি।

চার বছর মামলা চলার পর মামলার রায় দেন আদালত। অবশ্য আসামিরা উচ্চ আদালতে আপিল করতে পারবে।

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।