গুয়াহাটি : ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আসাম সফরে যাচ্ছেন শনিবার। প্রধানমন্ত্রীর সফরের ঠিক একদিন আগে অাসামে জোড়া বিস্ফোরণের ফলে কড়া নিরাপত্তার বেষ্টনিতে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে।
অাসামের শিবসাগর জেলার তিনসুকিয়ায় রেললাইনে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের পেছনে উলফা গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের৷
পুলিশ সূত্রে খবর, শিবসাগরের ভোজা এবং লংপোটিয়া স্টেশনের মাঝে বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণে হতাহতের কোনো খবর নেই৷ বিস্ফোরণের কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়৷ বিভিন্ন স্টেশনে রাজধানী এক্সপ্রেস ও কামরূপ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকে ছিল৷
অন্যদিকে, জোরহাট জেলার কোলাখোয়া এলাকায় একটি বিদ্যুত্ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের কারণ জানা যায়নি৷
অাসামে প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে উলফা শুক্রবার ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে৷ এর মধ্যে এ ধরনের নাশকতার ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে৷
বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর ।