কলকাতা: কলকাতায় এ মৌসুমের উষ্ণতম দিন ছিলো শনিবার। এদিন কলকাতা শহরে তাপমাত্রা ছিলো ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিকের থেকে এদিনের উষ্ণতা ছিল ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। এই তাপপ্রবাহ চলবে।
রাজ্যের পশ্চিমাঞ্চলের ৪ জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানে তীব্র তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরমে মানুষ হাঁসফাঁস করছে। কোন কিছুতেই স্বস্তি পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর