নয়াদিল্লি : ভারতের ছত্তীশগড় রাজ্যের সুকমা জেলার জেলাশাসক (জেলা প্রশাসক) শনিবার মাওবাদীদের হাতে জিম্মি হয়েছেন সেই সাথে তার দেহরক্ষী খুন হয়েছেন।
এদিন জেলাশাসক অ্যালেক্স পল মেনন অপহৃত হন।
উল্লেখ্য, মাওবাদীরা এখনও উড়িষ্যায় বিজেডি বিধায়ক ঝিনা হিকাকাকে আটক করে রেখেছে। মুক্তিপণের শর্ত অনুযায়ী ২৯ জন বন্দীকে মুক্তি দিতে রাজি হয়নি ওড়িষ্যা সরকার।
এই পরিস্থিতিতে লখিমপুরের অবহৃত বি জে ডি বিধায়ক ঝিনা হিকাকার ভাগ্য নির্ধারন করতে গণআদালত বসানোর সিদ্ধান্ত নিয়েছে মাওবাদীরা। সিপিআই (মাওবাদী)-র অন্ধ্র-ওড়িশা স্পেশাল জোনাল কমিটি`র তরফে জানান হয়েছে, আগামী ২৫ এপ্রিল গণ-আদালতেই ঠিক করা হবে অপহৃত বিধায়কের ভাগ্য।
বুধবার বিধায়কের মুক্তির শর্ত পূরনে মাওবাদীদের দেওয়া চরম সময়সীমা উত্তীর্ণ হয়েছে। সূত্র থেকে জানা গেছে, সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ মাওবাদীরা ৩৭ বছর বয়সী বিধায়ককে কোরাপুট জেলার নারায়ণপাটনা অঞ্চলের প্রত্যন্ত কোনো জায়গায় নিয়ে গিয়েছে।
বাংলাদেশে সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
আরডি/
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর