আগরতলা (ত্রিপুরা) : ২৬ এপ্রিল থেকে মিজোরামে ফিরছেন রিয়াং শরণার্থীরা। ৫টি পর্যায়ে ফিরে যাবেন তারা।
৬টি শিবির থেকে ৬৬৯টি রিয়াং পরিবার মিজরামের মামিত জেলায় ফিরে যাবেন বলে জানা গেছে। প্রথম দলটি যাবে ২৬ এপ্রিল।
বর্তমানে ত্রিপুরার ৬টি ক্যাম্পে প্রায় ৩৭ হাজার রিয়াং শরণার্থী আশ্রয়ে আছেন ১৯৯৭ থেকে।
ফেব্রুয়ারি মাসে রিয়াং শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে রাজ্য সফর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদাম্বরম। তিনি কথা বলেছিলেন শরণার্থীদের সঙ্গেও।
প্রায় ১৫ বছর আগে জাতিগত সংঘর্ষে মিজোরাম থেকে পালিয়ে এসে রাজ্যে আশ্রয় নেন রিয়াং সম্প্রদায়ের মানুষরা। কাঞ্চনপুরের ৬টি কাম্পে তারা রয়েছেন। বর্তমানে তাদের সংখ্যা প্রায় ৩০ হাজার। শরণার্থীর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন তারা।
বারবার এদের ফিরিয়ে নেওয়ার কথা হলেও কাজের কাজ কিছুই হয়নি। যারা পুনর্বাসনের জন্য ফিরে গিয়েছিলেন তারাও আবার ফিরে আসতে বাধ্য হয়েছেন মিজোরাম থেকে। রাজ্যে সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন ছিল রিয়াং শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে। এখন আবার নতুন করে মিজোরাম ছেড়ে মানুষ আসতে শুরু করেছেন।
এবার আবার নতুন করে আশার সঞ্চার হয়েছে। শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে রাজি হয়েছে মিজোরাম সরকার। মিজোরামের অন্য রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে রাজি হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর