কলকাতা: প্রচণ্ড দাবদাহের পর দহনমুক্তির সম্ভাবনা৷ আগামী ৪৮ ঘণ্টা মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সোমবার জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে তাপমাত্রা নামতে পারে এক থেকে দুই ডিগ্রি৷ স্থানীয় মেঘের প্রভাবে সোমবার ভোরে কলকাতার কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও হয়েছে।
বিহার থেকে বাংলাদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত ওই নিম্নচাপ অক্ষরেখার জন্যই আকাশে মেঘ৷
অন্যদিকে, অসহ্য গরমে বীরভূমের হেতমপুরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৭৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম নন্দলাল গড়াই৷
জানা গেছে, তিনি ছেলের সঙ্গে সিউড়ি গিয়েছিলেন ডাক্তার দেখাতে। চড়া রোদে রাস্তাতেই সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। হাসপাতাল পর্যন্ত যেতে পারেননি, ঘটনাস্থলেই মারা গেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, হিট স্ট্রোকে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার।
বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
আরডি
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর