কলকাতা: কলকাতার রাস্তায় রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত ট্যাক্সি ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগির এ ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি আসবে।
পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্র মহাকরণে সোমবার বলেছেন, আগামী মঙ্গলবার এ ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। আর বুধবার থেকেই কার্যকর হবে নতুন ভাড়া।
তিনি আরো জানান, শহরে ১০টি নতুন ট্যাক্সি প্রিপেইড বুথ চালু করা হবে। এছাড়া ট্যাক্সি অন কল নামে একটি পরিসেবা চালু করা হচ্ছে। এতে করে বাড়িতে বসেই ট্যাক্সি ডাকা যাবে।
বর্তমানে কলকাতায় ট্যাক্সি ভাড়া ন্যূনতম ১৫ রুপি। নতুন নিয়মে তা হবে ২২ রুপি ৩০ পয়সা। এরপর ০ থেকে ৫ কিলোমিটার ৫২ রুপি থেকে ৫৯ রুপি ৮০ পয়সা, ০ থেকে ১০ কিলোমিটার ১০২ রুপি থেকে বেড়ে ১১৭ রুপি ৩০ পয়সা, ০ থেকে ২০ কিলোমিটার ১৫২ রুপি থেকে বেড়ে হচ্ছে ২৩২ রুপি ৩০ পয়সা।
পুলিশের হয়রানি থেকে বাঁচতে এবং ট্যাক্সি ভাড়া বৃদ্ধির দাবিতে বেশ ক’দিন ধরেই সরকারের ওপর চাপ সৃষ্টি করে আসছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। কিন্তু সরকার ভাড়া না বাড়ানোর ব্যাপারে অবস্থান নেয়।
এ অবস্থায় দিন দুয়েক আগে শহরে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছিল ট্যাক্সি ইউনিয়ন সংগঠনগুলো। অবশেষে ভাড়া বাড়াতে রাজি হলো সরকার।
এদিকে ট্যাক্সির ভাড়া বাড়ানোর পাশাপাশি সরকারের আয়ের পথ বাড়াতেও নতুন পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দফতর। জানা গেছে, খুব শিগগির ট্যাক্সিতে বিজ্ঞাপন ব্যবহার শুরু হবে যা থেকে সরকারের ভাল আয় হতে পারে।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
আরডি
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর