ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দলের কাজ করতে চেয়ে ৪ মন্ত্রীর পদত্যাগের ইচ্ছা!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
দলের কাজ করতে চেয়ে ৪ মন্ত্রীর পদত্যাগের ইচ্ছা!

নয়াদিল্লি : ক্ষমতাসীন ইউপিএ জোটের চেয়ারপার্সন ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে মন্ত্রিত্ব ছেড়ে দলের কাজে ‘আত্মনিয়োগ’ করার মনোবাসনা ব্যক্ত করেছেন মনমোহন মন্ত্রিসভার চার প্রভাবশালী কংগ্রেস মন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ, গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ, আইনমন্ত্রী সলমন খুরশিদ এবং অনাবাসী ভারতীয় বিষয়কমন্ত্রী ভায়লার রবি রয়েছেন এ তালিকায়।



প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে ইস্তফার ইচ্ছা ব্যক্ত না করে যেভাবে তারা সরাসরি ১০ জনপথে চিঠি পাঠিয়ে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন তাতে কংগ্রেসের সংগঠনে বড় ধরনের রদবদল আসন্ন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

যদিও মিডিয়ার মুখোমুখি হয়ে ইস্তফা দানের জন্য কংগ্রেস সভানেত্রীকে চিঠি লেখার কথা সরাসরি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

পদত্যাগের ইচ্ছা প্রকাশকারী ৪ মন্ত্রীই সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর যথেষ্ট ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। জয়রাম রমেশ ছাড়া বাকি ৩ মন্ত্রীই বিভিন্ন সময়ে নিজ রাজ্য এবং এআইসিসিতে সাংগঠনিক দায়িত্ব সামলেছেন।

একাধিকবার সলমন খুরশিদ উত্তরপ্রদেশ এবং ভায়লার রবি কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন। গুলাম নবী আজাদ জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতির পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়েছেন। এআইসিসি’র সাধারণ সম্পাদক পদে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে ৩ জনেরই।

অন্যদিকে প্রথম ইউপিএ সরকারের আমলে অন্ধ্রপ্রদেশের কংগ্রেস নেতা জয়রাম রমেশের পরিচিত ছিল, ‘ন্যাশনাল অ্যাডভাইসরি কাউন্সিল’- এর চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর উন্নয়ন সংক্রান্ত পরামর্শদাতা হিসেবে। সাম্প্রতিক অতীতে বন ও পরিবেশমন্ত্রী হিসেবেও তার কঠোর কিছু পদক্ষেপ যথেষ্ট প্রশংসিত হয়েছিল।

সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা ভোট ও মুম্বই ও দিল্লির পুরসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরই দল ও সরকারে বড় ধরনের রদবদলের কথা শোনা যাচ্ছিল ২৪ আকবর রোডের অন্দরমহলে।

এ পরিস্থিতিতে বাজেটের অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনার দিন ৪ মন্ত্রীর ইস্তফার কথা প্রচারিত হওয়ার পর সঙ্গত কারণেই প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে রাজধানী দিল্লির রাজনৈতিক মহলে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
আরডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।