ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাবেক বিধায়কের ছোড়া জগে অধ্যাপিকা আহত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২

কলকাদা : দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙর কলেজে মঙ্গলবার এক অধ্যাপিকাকে এলাকার সাবেক বিধায়ক পানির জগ ছুড়ে মারেন। এতে আহত হন অধ্যাপিকা দেবযাণী দে।



এরপরে দেবযাণী দে অধ্যপকদের সংগঠন ওয়েবকুটায় অভিযোগ জানায়। বুধবার তিনি ভাঙর থানায় লিখিত অভিযোগও জানান।

এ ঘটনার প্রতিবাদে এদিন ভাঙর কলেজের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা।

মঙ্গলবার ভাঙর কলেজে ওয়েবকুটার নির্বাচন ছিল। সেখানে সাবেক বিধায়ক ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আরাবুল ইসলাম উপস্থিত ছিলেন। একসময় ক্ষিপ্ত হয়ে তার অপছন্দের অধ্যাপিকা দেবযাণীকে তিনি পানির জগ ছুঁড়ে মারেন।

তবে এব্যাপারে বিধায়ককে জিজ্ঞাসা করা হলে তিনি সব ঘটনাই অস্বীকার করেন। তিনি উল্টো জানান, ওই অধ্যাপিকা নিয়মিত কলেজে আসেন না।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল  ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।