বেনাপোল: যশোর ও খুলনা থেকে অপহৃত দুই কিশোরী দীর্ঘ ৮ মাস পর বুধবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছেন।
ভারতীয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে এদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে যশোরের রাইটস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে এদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।
দেশে ফিরে আসা কিশোরীরা হচ্ছেন- যশোর অভয়নগর থানার ওসমান গনির মেয়ে আসমা (১৬) ও খুলনা খালিশপুর এলাকার বাবলু মিয়ার মেয়ে সনিয়া (১৫)।
যশোর রাইটস-এর তদন্ত কর্মকর্তা তৌফিক বাংলানিউজকে জানান, গত বছরের জুলাই মাসে আসমা ও সনিয়া দেশের বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে অপহৃত হয়ে ভারতে পাচার হয়ে যান।
অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে আসমার বাবা ওসমান গনি গত বছরের জুলাই মাসে যশোর অভয়নগর থানায় মেয়ে অপহরণের মামলা করেন।
পরিবারের লোকজন খোঁজখবর নিয়ে জানতে পারেন এরা ভারতের হায়দ্রাবাদ জেলে আছেন। পরিবারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন রাইটস-কে এঘটনা জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে ভারতের বিভিন্ন এনজিওর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে অপহৃত কিশোরীদের জেল থেকে ছাড়িয়ে দেশে ফেরত নিয়ে আসে।
ভারতের হায়দ্রাবাদ পুলিশ এদের আটক করে জেলে পাঠিয়েছিল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কিশোরী দুজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
প্রতিবেদন: মো. আজিজুল হক, সম্পাদনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর