কলকাতা: শ্বশুর বাড়িতে শারিরিক ও মানসিকভাবে নির্যাতিত হওয়ার পর অভিযোগ জানাতে যাওয়া এক নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সাসপেন্ড করা হল কালিঘাট থানার দুই পুলিশ কর্মীকে।
ডিসি সাউথ দেবেন্দ্র প্রকাশ সিংহ পুরো ঘটনাটি খতিয়ে দেখে কালিঘাট থানার অতিরিক্ত ওসি কল্যাণ দত্ত ও এক সাব-ইন্সপেক্টরের শাস্তির সুপারিশ করেন৷ সাসপেন্ড করার পর ওই দু’জনের বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধানেরও নির্দেশ দেওয়া হয়েছে৷
কলকাতার কালীঘাট থানা এলাকার বাসিন্দা এক নারী অভিযোগ করেন, ‘শ্বশুরবাড়ির লোক জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ জানাতে তিনি কালীঘাট থানায় যান।
এ ঘটনা প্রকাশ্যে এলে নড়েচড়ে বসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নারীটির অভিযোগ লিপিবদ্ধ করে অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি তার সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় অভিযুক্ত অতিরিক্ত ওসি এবং এক সাব-ইনস্পেক্টরের ভূমিকারও তদন্ত শুরু হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই ওই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর