ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চা শ্রমিকদের বিশেষ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

কলকাতা: উত্তরবঙ্গের ডুয়ার্স-এর চা বাগানগুলোর বাসিন্দাদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চা বাগানের শ্রমিকরা রাজ্য সরকারের প্রকল্পের অধীনে বাড়ি, পানি, বিদ্যুৎ প্রভৃতির সুযোগ সুবিধা পাবে।

এছাড়া ১০০ দিনের কাজেও তাদের নিয়োগ করা হবে।

এছাড়া এই এলাকায় বেশ কয়েকটি স্কুল তৈরি করারও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়গুলো কোথায় ও কিভাবে প্রযুক্ত হবে তা খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্র, পঞ্চায়েত ও মিউনিসিপালিটি প্রভৃতি ৪টি দফতরের সচিবদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে এই কমিটিকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে।

এ প্রসঙ্গে এদিন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি জানান, প্রায় দেড়শ’ বছর আগে উত্তরপূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা এ সব শ্রমিকদের পূর্বপুরুষরা বা তারা ব্যক্তিগত মালিকানাধীন এলাকার মধ্যে থাকায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেত না। কিন্তু পঞ্চায়েত এলাকায় থাকার জন্য এখন থেকে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে তাদের এই সুযোগ সুবিধা দেওয়া হবে।

বাংলাদেশ সময়:১৯০০ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।