কলকাতা: বিমান ও বিমানবন্দরের ছবি তোলার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ অমান্য করা হলে একই সঙ্গে শাস্তি পাবে, চিত্রগ্রাহক ও উড়ান সংস্থা।
আগে এই নিয়ম জারি থাকলেও তার পরোয়া না করে, বহু মানুষই ক্যামেরাবন্দি করতেন বিমানবন্দর এমনকি বিমানের ভিতরের ছবিও। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বিবেচনা করেই এই নির্দেশিকা বলে জানানো হয়েছে।
নয়া এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, সাধারণ ক্যামেরা ছাড়াও মোবাইল ক্যামরাতেও তোলা যাবে না টার্মিনাল বা বিমানের ভিতরের ছবি। এ বিষয়ে উড়ান সংস্থাগুলোর কাছেও ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে ডিজিসিএ।
ডিজিসিএ আরো জানিয়েছে, বিনা অনুমতিতে বিমানের ককপিটের ভেতর কেউ প্রবেশ করতে পারবেন না, বিমানের ভিতরেও কোনও ছবি তোলা যাবে না, এমনকি টার্মিনালের ভেতরেও তোলা যাবে না ছবি।
নির্দেশিকায় ডিজিসিএ জানিয়েছে, এই নির্দেশ অমান্য করা হলে একই সঙ্গে দোষি সাব্যস্ত হবেন অভিযুক্ত ব্যক্তি এবং উড়ান সংস্থা। ভারতের এয়ারোনটিক্যাল ইনফরমেশন থ্রি অফ ১৯৯৭ অ্যান্ড রুল থার্টিন অনুযায়ী শাস্তিও পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থা। দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের কাছেও পাঠানো হয়েছে এই নির্দেশিকার প্রতিলিপি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর