কলকাতা: বোমা ফেটে মারাত্মক জখম হলেন পুলিশের এএসআই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞাঁ থানায়।
রোববার সকালে ওই ২ পুলিশকর্মী উদ্ধার হওয়া বোমা সরাতে গেলে বিস্ফোরণ হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
সকাল তখন প্রায় পৌনে ৯টা। আচমকাই মুর্শিদাবাদের বড়ঞাঁ থানা বিকট শব্দে কেঁপে ওঠে। ভিতরে গিয়ে প্রত্যক্ষদর্শীরা দেখেন, জখম হয়ে পড়ে রয়েছেন থানার ২ এএসআই সুবোধ মণ্ডল এবং জীবন মিশ্র। একজনের হাত উড়ে গেছে।
খোঁজ নিতে জানা যায়, থানার ভিতর নিষ্ক্রিয় করে রাখা কিছু বোমা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর জন্য সরাতে গিয়েছিলেন ওই ২ পুলিশকর্মী।
প্রাথমিক অনুমান, এর মধ্যে থেকেই কোনও বোমা ফেটে যায়।
গুরুতর জখম অবস্থায় সুবোধ মণ্ডল এবং জীবন মিশ্রকে প্রথমে বড়ঞাঁ ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষে তাদের পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর