কলকাতা : কলকাতা নগরীর সল্টলেকের এডি ব্লকে সোমবার দিবাগত রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এ সময় লক্ষাধিক রুপির মালামাল লুটে নিয়ে যায় ডাকাতরা।
ভোর রাত সাড়ে ৩টা নাগাদ ৬ জন সশস্ত্র ডাকাত সল্টলেকের এডি ব্লকের ১২৫ নম্বর বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ডাকাতেরা বাড়িতে ঢুকে লুটপাট চালায়। বাধা দিতে গেলে বাড়ির গৃহকর্তা সুরিন্দর সিং জাবলাকে অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতেরা।
বাবার অবস্থা দেখে তার ছোট মেয়ে কোথায় বাড়ির সোনা গয়না আছে বলে দিলে ডাকাতেরা গয়না ও গৃহকর্তার মাসের বেতন নিয়ে চম্পট দেয়।
ডাকাত দলে একজন মহিলাও ছিলো বলে গৃহকর্তা জানান। বন্দুক দেখিয়ে ডাকাতেরা ১৫ মিনিটের মধ্যে সব নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা হিন্দি ভাষায় কথা বলছিলো বলেও জানান তিনি।
সুরিন্দর সিং জানান, তিনি পুলিশকে ফোনও করেছিলেন। কিন্তু কোনো ফল হয়নি। সকালে পুলিশ ঘটনাস্থলে আসে। বিধাননগরে আলাদা কমিশনারেট থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনায় এলাকার মানুষ বিস্মিত। রাতে পুলিশের টহল দেওয়ার কথা। পুলিশের টহল না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে এডি ব্লকের মানুষের অভিযোগ।
বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
আরডি/ সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর