ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বিমানবন্দর প্রকল্পে ২ লাখ কোটি রুপি বিনিয়োগ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২

কলকাতা: দমদম নেতাজী সুভাষ আর্ন্তজাতিক বিমানবন্দরের সম্প্রসারণ এবং রাজ্যের অন্যান্য একাধিক বিমানবন্দরের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সোমবার বৈঠক করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী অজিত সিং।

দুপুরে মহাকরণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী দুর্গাপূজার আগে বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শেষ হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাজ্যকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্যের বিমানবন্দর প্রকল্পে ২ লাখ কোটি রুপি বিনিয়োগ করবে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রণালয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণের পাশাপাশি কোচবিহার ও মালদা বিমানবন্দর চালু করার বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়া দীঘা, হলদিয়া, সুন্দরবন, বালুরঘাট, দার্জিলিংয়ে হেলিপোর্ট তৈরির বিষয়েও দু’জনের মধ্য আলোচনা হয়।

তাছাড়া, কলকাতায় বিমানের সংখ্যা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠক শেষে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী অজিত সিং বলেন, শুধু উত্তর-পূর্ব ভারত নয়, বিশ্বের দরবারে কলকাতা বিমানবন্দরের গুরুত্ব অপরিসীম। এই রাজ্যের বিমানশিল্পে প্রভূত উন্নতির সম্ভাবনা রয়েছে। তিনি এ ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী।

এদিকে, বৈঠকের আগে সকালে কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণের কাজ ঘুরে দেখেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী।

উল্লেখ্য, কলকাতা বিমানবন্দরের বর্তমান পরিকাঠামোয় ৪০ লাখ যাত্রীর সুষ্ঠু পরিষেবা দেওয়া সম্ভব। কিন্তু এখন প্রায় ১ কোটি মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। তাই আড়াই হাজার কোটি রুপি ব্যয়ে বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ শুরু হয়।

এ কাজ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা দু’দফায় পিছিয়ে যায়। ৩০ জুন তা নির্ধারিত হলেও আর্থিক সমস্যায় তা হওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার দেনার পরিমাণ আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় প্রয়োজনীয় অর্থ পাওয়া যাচ্ছে না। তাই অর্থের সংস্থানসহ রাজ্যের একাধিক বিমানবন্দর নিয়ে আলোচনাও বৈঠকে উঠে আসে।

বাংলাদেশ সময় : ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।