শিলচর: আসামে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় তলিয়ে গেলেন প্রায় ১৫০ জন যাত্রী। সোমবার ধুবড়ির কাছে ব্রহ্মপুত্র নদে ওই নৌকা ডুবির ঘটনা ঘটে।
নৌকাডুবির পর প্রায় ১০০ জন সাঁতরে পাড়ে ওঠেন। এখনও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
উদ্ধারের কাজে সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের পাশাপাশি নেমেছে পুলিশও।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে নাগাদ হঠাতই ঝড়ের কবলে পড়ে নৌকাটি। অতিরিক্ত যাত্রী ও মালামালের কারণে নৌকাটি নদীতে ভেঙে পড়ে যায়।
বেসরকারী সুত্রে জানা গেছে, এই ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে।
ধুবড়ী জেলার ডিসি কুমদচন্দ্র কলিতা বাংলানিউজকে বলেছেন, উদ্ধার কার্য চলছে। বাংলাদেশ সরকাররে কাছে উদ্ধার কার্যের জন্য সাহায্য চাওয়া হয়েছে। এখন পর্যন্ত ৩৫টি লাশ উদ্ধার করা গেছে।
ঘটনাস্থলের উদ্দেশ্য গুয়াহাটি থেকে রওনা হয়েছেন রাজ্যের খাদ্য সরবারহমন্ত্রী ড.নজরুল ইসলাম ও পরিবহনমন্ত্রী চন্দন ব্রহ্ম।
এদিকে, এই ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
উদ্ধারের কাজে রাজ্য সরকার সবরকমের উদ্যোগ নেবে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তাদের পরিবারকে আর্থিক সাহায্যেরও আশ্বাস দিয়েছেন মনমোহন সিং।
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, মে ০১, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর