কলকাতা : হাওড়ার উলুবেড়িয়ায় সিপিএম কর্মী রহমান আলী খুনের প্রতিবাদে বুধবার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে ১২ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে খুন হন উলুবেড়িয়ার শিকল গ্রামের বাসিন্দা বছর ৪৫-এর রহমান আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কাজে বেরিয়েছিলেন তিনি। বাড়ি থেকে কিছু দূরেই তার ওপর হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। ধারাল অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা তাকে ফেলে রাখা হয়। সাহায্যর জন্য যাতে কেউ এগিয়ে না আসে তা নিয়েও হুমকি দেয় সন্ত্রাসীরা।
৩ ঘণ্টা পর এই সিপিএম কর্মীকে উদ্ধার করে শ্যামপুর থানার পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রহমান আলীর। সন্ত্রাসীরা রহমান আলীর বাড়িতেও হামলা চালায়। এতে আহত হন তার ভাই।
হামলাকারীরা সবাই তৃণমূল কর্মী বলে অভিযোগ সিপিএমের। এলাকায় তল্লাশী চালিয়ে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ০২, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর