নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথে বৈঠক করেও রাজ্যের আর্থিক প্যাকেজ নিয়ে কোন সমাধান সূত্র বের না হলেও এখন আশাবাদী মমতা ব্যানার্জি।
রাজ্যের দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রকে আরও সময় দিলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ৭ রেসকোর্স বাসভবনে প্রায় পয়ত্রিশ মিনিট বৈঠক করেন মমতা।
সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজ্যের দাবিগুলি নিয়ে সমস্ত তথ্য প্রধানমন্ত্রীকে দিয়েছি। এতদিন অপেক্ষা করেছি। প্রয়োজনে আরও অপেক্ষা করব’।
তবে প্রধানমন্ত্রীর কাছ থেকে এখনও যে সুনির্দিষ্ট কোন আশ্বাস মেলেনি, সেটা তাঁর হাবভাবে স্পষ্ট বোঝা গিয়েছে।
তিনি বলেন, এই রাজ্যের যা সমস্যা, গোটা দেশের কোন রাজ্যে তা নেই। বাম সরকারের বিগত ৩৪ বছরের রাজত্বকালে রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে। ঋণের জালে জর্জরিত। সেই খতিয়ানও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। এগারো মাস অপেক্ষা করেছি। আরও কিছুদিন অপেক্ষা করব। আশা করছি সমস্যা মিটবে।
রাজ্যের দাবি দাওয়া ছাড়াও এদিন বৈঠকে রবীন্দ্রনাথের সার্ধশতবার্ষিকী উপলক্ষে ২৫ বৈশাখ সরকারি ছুটি ঘোষণার অনুরোধ জানান মমতা।
তিনি বলেন, রাজ্য আগেই এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি, দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করুক কেন্দ্র।
তবে এদিন বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়নি বলে মমতা পরিষ্কার জানিয়ে দিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোন আলোচনা হয়নি। রাষ্ট্রপতি নির্বাচন জুলাইয়ে। এখনও দু’মাস বাকি। এই বিষয়ে পরে আলোচনা হবে’।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মে ০৫, ২০১২
আরডি/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
swin@banglanews24.com