কলকাতা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরকে কেন্দ্র করে মহাকরণকে কড়া নিরাপত্তার মোড়কে ঢেকে ফেলা হয়েছে। সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংগে তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকাল ১১টায় মহাকরণে পৌঁছনোর কথা হিলারির৷ বৈঠক হওয়ার কথা ২৫ থেকে ৪০ মিনিটের।
ভারতের স্বাধীনতার পর প্রথমবার মহাকরণে আসছেন কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার সকাল সাড়ে ৭টায় লা মার্টিনিয়র স্কুলের অনুষ্ঠানে যোগ দেবেন হিলারি ক্লিন্টন। সকাল সাড়ে ৯টায় স্কুলেই একটি ইন্টার-অ্যাকটিভে অধিবেশনে উপস্থিত থাকবেন তিনি। সকাল ১১টায় যাবেন মহাকরণে।
মহাকরণে ১১টা ২৫ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত বৈঠক করবেন তিনি। দু’টি বৈঠক হওয়ার কথা। অ্যান্টি চেম্বারে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করবেন ক্লিনটন ৷কনফারেন্স রুমে আরও একটি বৈঠক হওয়ার কথা ৷এই বৈঠকটিতে মুখ্যমন্ত্রী-হিলারি ক্লিনটন ছাড়াও রাজ্য ও আমেরিকার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা।
এদিকে, ক্লিনটনের সফরকে ঘিরে মহাকরণ জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা কর হয়েছে ৷ঠিক হয়েছে সেন্ট্রাল গেট দিয়ে শুধুমাত্র মুখ্যমন্ত্রী ঢুকবেন। মুখ্যসচিবকেও ঢুকতে হবে ৬ নম্বর গেট দিয়ে। অন্যান্য মন্ত্রী-আধিকারিককেও ৩ থেকে ৬ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। মন্ত্রী-আমলাদের ঘরে যে সব কর্মীরা কাজ করেন, তাদের মহাকরণে ঢুকতে হবে বিশেষ পাশ দেখিয়ে।
মহাকরণের অন্যান্য কর্মচারীদের ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের দিকের গেট দিয়ে ঢুকতে বলা হয়েছে। মহাকরণে ঢুকে যে পথ দিয়ে হিলারি ক্লিনটন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন এবং যে ঘরে বৈঠক হবে, সেই পুরো এলাকাটাই প্লাইউডের দেওয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। লাগানো হয়েছে জ্যামার।
সোমবার সকাল ৯টা থেকেই মহাকরণ চত্বরে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে মার্কিন নিরাপত্তা রক্ষীরা ৷সকাল থেকেই মহাকরণের সামনের সড়কে হাঁটাচলাও বন্ধ করে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মে ০৭, ২০১২
আরডি, সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর