আগরতলা (ত্রিপুরা) : নদী ভাঙনের জন্য সীমান্তে নজরদারি চালাতে ও পাহারা দিতে সমস্যায় পড়েছে বি এস এফ।
বি এস এফের এক আধিকারিক এ খবর জানিয়েছেন।
তিনি জানান, বর্ষায় উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি নদীগুলো ভয়ঙ্কর আকার ধারণ করে। প্রচণ্ড স্রোতের কারণে নদীর দু’পাড়ের মাটি ভাঙছে যথেচ্ছভাবে।
শুধু মাটিই নয়- ভাঙ্গছে রাস্তা, মানুষের ঘর। সীমান্ত এলাকায় গড়ে তোলা কাঁটা তারের বেড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে।
তিনি আরো জানান, নদী ভাঙনের কারনে সমস্যায় পড়ছে বি এস এফ জওয়ানরাও। সমস্যা হচ্ছে সীমান্ত পাহারার কাজে।
ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে ৪০৯৬ কিলোমিটার। যার মধ্যে ২৯৮০ কিলোমিটার হচ্ছে মাটির সীমান্ত এবং ১১১৬ কিলোমিটার হচ্ছে জল সীমানা। সমস্যা হচ্ছে এই জল সীমানা নিয়েই। কারণ নদীর ভাঙনের ফলে নষ্ট হচ্ছে সীমান্তের ভূগোল।
তাছাড়া দুই দেশ যৌথভাবে ৫৪ টি নদী ব্যবহার করে।
নদীর ভাঙনের ফলে এখন বেশি সমস্যা দেখা দিয়েছে আসামের শিলচরে। সেখানকার কুশিয়ারা নদীর দুই পাড় এই বর্ষায় ব্যাপকভাবে ভাঙছে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ৮, ২০১২
প্রতিনিধি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর