ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সন্ত্রাস দমনেই জোর দিলেন হিলারি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ৮, ২০১২
সন্ত্রাস দমনেই জোর দিলেন হিলারি

নয়াদিল্লি : দ্বিপক্ষীয় বৈঠকের পর দিল্লিতে মঙ্গলবার যৌথ সাংবাদিক সম্মেলন করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

উচ্চপর্যায়ের ওই বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তজার্তিক ইস্যুতে কথা হয়েছে হিলারি ও কৃষ্ণার।



পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রদের বিভিন্ন সমস্যার বিষয়ে হিলারি ক্লিনটনের সঙ্গে তার কথা হয়েছে।

এছাড়াও পরমাণু চুক্তি নিয়েও তাদের কথা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এর পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান প্রসঙ্গে তাদের কথা হয়েছে। তবে আলোচনার সিংহভাগ জুড়ে ছিল সন্ত্রাস প্রসঙ্গ। পাকিস্তানে সক্রিয় জঙ্গি গোষ্ঠী নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মুম্বাই কাণ্ডের মুল অভিযুক্ত হাফিজ সইদকে গ্রেফতারের বিষয়েও জোর দিয়েছেন ক্লিনটন।

যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্যে হিলারি ক্লিনটন ভারত মার্কিন বাণিজ্যিক সম্পর্কেও জোর দিয়েছেন।

পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ইরান থেকে তেল আমদানি থেকে বিরত থাকবে ভারত।

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, মে ০৮, ২০১২
আরডি,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।