কলকাতা : বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত কলকাতা ও সন্নিহিত অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে।
অর্থাৎ আগমী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলানিউজের শিলিগুড়ি করেসপন্ডেন্ট জানিয়েছেন, বুধবার সকাল থেকে ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টি হয়। ওদলাবাড়ি ও মালবাজারে দুজন চা শ্রমিক বজ্রাঘাতে আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুৎ নেই গোটা অঞ্চলে। সর্বত্র ঝোড় হাওয়া বইছে।
এদিকে কলকাতায় তাপ প্রবাহ অব্যহত। বুধবার কলকাতার তাপমাত্র ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেডে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ০৯, ২০১২
আরডি/
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর