নয়াদিল্লি : ভারতীয় সংসদের প্রথম অধিবেশনের ৬ দশক পূর্তি উপলক্ষে রোববার বিশেষ অধিবেশন বসছে দুই কক্ষেই। সকাল এগারোটায় সংসদের দুই কক্ষের সদস্যদের উপস্থিতিতে শুরু হবে সংসদের ৬০ বছর পূর্তি উৎসব।
বিকেল সাড়ে ৫টায় হবে যৌথ অধিবেশন। অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল। সংবর্ধিত করা হবে সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকা দুই সাংসদ রেইশাং কেইশিং এবং রেশমলাল জাংড়েকে।
সংসদের প্রথম অধিবেশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ৫ এবং ১০ রুপির স্মারক মুদ্রা, ডাকটিকিট এবং বই প্রকাশ করা হবে।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
বাংলাদেশ সময় : ১৩২৭ ঘণ্টা, মে ১২, ২০১২
আরডি
সম্পাদনা : আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর