কলকাতা: পঞ্চয়েত নির্বাচনের আগে কলকাতা রাজ্যে সরাসরি মুসলিমদের জন্য সংরক্ষণের দাবি তুলল তৃণমূল।
অন্যান্য অনগ্রসর শ্রেণীর মোড়কে নয়, সরাসরি ধর্মের ভিত্তিতে মুসলিম সংরক্ষণ চালু করতে হবে রাজ্যে, সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে রোববার এই বার্তা দিয়েছেন দলটির সংখ্যালঘু নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ।
সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে ওই সংরক্ষণের দাবি তুলে সুলতান বলেন, ২০১১ সালের জনগণনার নিরিখে রাজ্যে মুসলিম জনসংখ্যা ২৬ শতাংশ। তাই সংরক্ষণ হতে হবে কমপক্ষে ১৮ শতাংশ।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জার সঙ্গে তার একাধিকবার আলোচনা হয়েছে বলেও তৃণমূল সূত্রের খবর রয়েছে।
তবে সুলতানের দাবি ভারতের সংবিধানসম্মত নয়। রাজ্য প্রশাসনের একাংশের বক্তব্য, সংবিধান অনুমোদন করে না বলেই পশ্চিমবঙ্গে এমন কিছু করা সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর