ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সপ্তম দিনেও কর্মবিরতিতে অনড় এয়ার ইন্ডিয়ার পাইলটরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১২

কলকাতা: এয়ার ইন্ডিয়ার পাইলটদের কর্মবিরতি সপ্তম দিনে পড়ল। সোমবারও ১৪টি আন্তর্জাতিক উড়ান-সহ মোট ২৪ উড়ান বাতিল হয়েছে।



কর্মবিরতি প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার সমস্ত আন্তর্জাতিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে বলে খবর।

এদিকে পাইলটদের লাগাতার এ কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার ভোরে মুম্বইয়ে পথ অবরোধের চেষ্টা করেন তারা। উড়ান সংক্রান্ত যথাযথ তথ্যের দাবিতেই তাদের এই বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ জওয়ানদের হস্তক্ষেপ করতে হয়।

পাইলটদের ধর্মঘটের জেরে ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের ৯৬ কোটি রুপি ক্ষতি হয়েছে। এ ঘটনায় ৭৬ জন পাইলটকে বরখাস্ত করা হয়েছে।  

এ অচলাবস্থা কাটাতে এদিনই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিং সঙ্গে আলোচনায় বসবে ইন্ডিয়ান পাইলট গিল্ড। এর মধ্যেই এয়ার ইন্ডিয়া কর্তপক্ষের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে একজিকিউটিভ পাইলট অ্যাসোসিয়েশনও।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।