ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতাকে অভিযুক্ত করে বই প্রকাশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, মে ১৯, ২০১২

কলকাতা: সাবেক তৃণমূল বিধায়ক দীপক ঘোষের লেখা বই নিয়ে তোলপাড় শুরু হয়েছে পশ্চিবঙ্গে রাজনৈতিক মহলে।

শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে ‘মমতা ব্যানার্জি এজ আই হ্যাভ নোন হার’ নামে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন তিনি।

এ বইয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার পরিবার এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে একাধিক অভিযোগ তুলে ধরেছেন দীপক ঘোষ।

দীপক ঘোষ জানান, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রধানমন্ত্রীকে তিনি চিঠিও দিয়েছেন।

লেখকের দাবি, তৃণমূলনেত্রীর একাধিক দাবিকে বইটিতে নথি দিয়ে খণ্ডন করেছেন তিনি। অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন সোনিয়া গান্ধী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং মুখ্য নির্বাচন কর্মকর্তার কাছে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, মে ১৯, ২০১২

আরডি/
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।