কলকাতা: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনায় সরব হল জোট শরিক কংগ্রেস।
সরকারি কাজকর্মে অসন্তুষ্ট কংগ্রেস শনিবারই প্রকাশ করতে চলেছে রিপোর্ট কার্ড ৷ শিল্প থেকে কৃষি, শিক্ষা থেকে আইনশৃঙ্খলা, প্রতিটি ক্ষেত্রই তারা সরকারের সমলোচনা করেছে রিপোর্ট কার্ডে৷
১৯ মে, শনিবার ৷ এক বছর পূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের ৷ মিলনমেলা প্রাঙ্গণে সরকারি সাফল্য তুলে ধরে শনিবার থেকেই শুরু হচ্ছে প্রগতি উৎসব ৷ সেই সঙ্গে সাফল্যের ফিরিস্তি তুলে ধরে সরকারের তরফে প্রকাশিত হচ্ছে পুস্তিকা ৷
একই দিনে পাল্টা পুস্তিকা প্রকাশ করতে চলেছে সরকারের শরিক দল কংগ্রেসও ৷
প্রদেশ কংগ্রেস সূত্রের বক্তব্য, তারা শরিক বলেই কার্যত বাধ্য হয়ে রিপোর্ট কার্ডে পাসমার্ক দিতে হয়েছে সরকারকে ৷
তবে, সমালোচনায় কার্পণ্য করা হয়নি ৷ শিল্প থেকে কৃষি, শিক্ষা থেকে আইন-শৃঙ্খলা, সরকারের কড়া সমালোচনা করা হয়েছে রিপোর্ট কার্ডে।
শুক্রবার, পুরভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য।
সরকারের শরিক দল হলেও স্বতন্ত্র অস্তিত্ব তুলে ধরার তাগিদে গত এক বছর ধরে কৌশলী রাজনীতির পথেই হাঁটছে রাজ্য কংগ্রেস ৷সরকারে থেকেও প্রতিষ্ঠান বিরোধিতার প্রশ্নে বারবার সরব হয়েছেন তারা ৷
রাজ্যে আসন্ন ৬টি পৌরসভার ভোটেও তারা লড়ছে একাই ৷ এবার পঞ্চায়েত ভোটেও কংগ্রেস যে একাই লড়তে চলেছে, সেই ইঙ্গিতও এরইমধ্যেই দিয়েছে কংগ্রেস ৷
ফলে একদিকে রিপোর্ট কার্ডে সরকারের সমালোচনা, অন্যদিকে, পুরভোটে একা লড়ার সিদ্ধান্ত পঞ্চায়েতের আগে রাজনৈতিক জমি তৈরিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মে ১৮, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর